ইউক্রেনে ৪০ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদন মার্কিন কংগ্রেসে

বিটিসি আন্তর্জাতিক ডেস্কযুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
স্থানীয় সময় মঙ্গলবার ডেমোক্র্যাট অধ্যুষিত প্রতিনিধি পরিষদে ৩৬৮-৫৭ ভোটে বিলটি পাশ হয়। রাশিয়ার বর্বর হামলার মুখে ইউক্রেনকে সহায়তা করতে এই সাহায্য অনুমোদন দেওয়া হয়। বিলটির বিপক্ষে ভোট দেওয়া ৫৭ জনই রিপাবলিকান দলের।
প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হওয়ার পর প্রেসিডেন্টের অনুমোদনের আগে এটি সিনেটে যাবে।
ভোটাভুটির আগে দেওয়া বক্তৃতায় সিনেটের নেতা চাক শুমার বলেন, প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার পর বিলটিতে সিনেট দ্রুত মত দিয়ে প্রেসিডেন্টের ডেস্কে পাঠাবে।
এর আগে গত মার্চে ইউক্রেনকে ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দেয় মার্কিন কংগ্রেস। নতুন সহায়তা প্যাকেজটি পাস হওয়ায় দুই দফায় ইউক্রেনে মার্কিন সহায়তার পরিমাণ দাঁড়াবে প্রায় ৫৪ বিলিয়ন ডলার।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং পূর্বাঞ্চলীয় দোনবাসে রাশিয়ার বিজয়েও এ যুদ্ধ থামবে না বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনস এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.