ইউক্রেনে ১০ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে আরও ১০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় আলাদা বিবৃতিতে এ কথা জানায়।
মার্কিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়তি এই ১০ কোটি ডলারের অস্ত্রের মধ্যে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটানোর জন্য আরও ১০ কোটি ডলার মূল্যের বাড়তি নিরাপত্তা সহযোগিতা পাঠানোর বিষয়টি আমি অনুমোদন করেছি।
কংগ্রেসের অনুমোদন ছাড়াই মার্কিন সরকার ইউক্রেনকে এই অস্ত্র দিতে যাচ্ছে। গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনে মোট ছয়বার অস্ত্রের চালান পাঠিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিজেই এই তথ্য জানান।
এদিকে পেন্টাগনের মুখপাত্র জানান কিরবি গতকাল জানিয়েছেন, ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী জাভেলিন ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য নতুন করে তহবিল বরাদ্দ দেওয়ার প্রয়োজন হবে।
পেন্টাগনের তথ্যমতে, নতুন করে যেসব অস্ত্র দেওয়া হবে তার মধ্যে ১০টি সুইচব্লেড ড্রোন থাকবে। (সূত্র: আল-আরাবিয়া)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.