ইউক্রেনে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত-২২

(ইউক্রেনে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত-২২–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে প্রশিক্ষণে সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৩ জন।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

প্রশাসন জানায়, ২৭ জন আরোহী নিয়ে দেশটির ‘খারকিভ এয়ার ফোর্স ইউনিভার্সিটি’ থেকে প্রশিক্ষণে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারীরা বলছে, বিমানটি নীচে পড়ার পরই আগুন ধরে যায়। তাৎক্ষণিক ভাবে উদ্ধার তৎপরতা চালায় ফায়ারসার্ভিস কর্মীরা। তবে কেন বিমানটি বিধ্বস্ত হলো তা জানতে চলছে তদন্ত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.