ইউক্রেনে সামরিক কারখানায় গোলাগুলিতে নিহত-৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্য ইউক্রেনের একটি সামরিক কারখানার নিরাপত্তা প্রহরীদের তাক করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দেশটির ন্যাশনাল গার্ডের এক সেনা। এতে অন্তত পাঁচজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালের দিকে পিভডেনম্যাশ ক্ষেপণাস্ত্র কারখানায় এই হামলার ঘটনা ঘটেছে।
যখন তাদের গুলি করা হয়েছে, তখন দিনের শুরুতে প্রহরীদের হাতে অস্ত্র দেওয়া হচ্ছিল। হামলায় কালাশনিকভ রাইফেল ব্যবহার করা হয়েছে। তবে কী কারণে এভাবে এলোপাতাড়ি গুলি করা হয়েছে, তার কারণ অজ্ঞাত রয়ে গেছে।
হামলাকারী সেনা পলাতক রয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিয়াস মোনাসরিস্কি বলেন, হামলাকারী সেনার নাম ছিল আর্টাম রিয়াবচুক। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের জীবন বাঁচাতে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঘটনার তদন্তের জন্য ন্যাশনাল গার্ডের একজন কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যই এ হামলার ঘটনা ঘটল। সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.