ইউক্রেনে রাশিয়ার অভিযানকে ‘আক্রমণ’ বলতে নারাজ চীন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘আক্রমণ’ বলতে অস্বীকৃতি জানিয়েছে চীন। একইসঙ্গে ইউক্রেনে অবস্থানরত নিজেদের নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে দেশটি। এ ছাড়া গাড়িতে করে কোথাও যাওয়ার প্রয়োজন হলে চীনের পতাকা প্রদর্শন করে সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, `চীন সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য আমরা সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছি।’
আক্রমণ শব্দটি ব্যবহারের বিষয়ে বেইজিংয়ে সাংবাদিকদের উদ্দেশে হুয়া চুনয়িং বলেন, ‘এটি সম্ভবত চীন এবং আপনারা যারা পশ্চিমা, তাদের মধ্যে একটি পার্থক্য। আমরা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবো না।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ‘আক্রমণের সংজ্ঞার বিষয়ে আমি মনে করি, আমাদের ইউক্রেনের বর্তমান পরিস্থিতিকে কীভাবে দেখতে হবে সেদিকে ফিরে যাওয়া উচিত। ইউক্রেনের ইস্যুটির অন্যান্য অত্যন্ত জটিল ঐতিহাসিক পটভূমি রয়েছে, যা আজও বিদ্যমান। সবাই যা দেখতে চায়, তা নাও হতে পারে।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.