ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত-১১

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন শিশু রয়েছে। আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইউক্রেনের পূর্বাঞ্চলের পোকরোভস্ক শহরে এ হামলা হয়েছে। হামলায় আরও আটজন আহত হয়েছে। গতকাল শনিবার ইউক্রেন নিয়ন্ত্রিত আংশিক দোনেতস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাসকিন এসব তথ্য জানিয়েছেন।
বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে তিনি বলেছেন, সিরিজ এ হামলা এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রুশ বাহিনী। গতকাল রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতাহতের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৬৮৩ দিন ধরে চলছে দেশ দুইটির সংঘাত।
এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.