ইউক্রেনে যেকোনো আগ্রাসনের দ্রুত জবাব দেওয়া হবে : ব্লিঙ্কেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্কমার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে বলেছেন, মস্কো বাহিনী ইউক্রেনে কোনো ধরনের আক্রমণ করলে তার দ্রুত জবাব দেওয়া হবে। তবে তিনি এটাও বলেছেন যে, তারা আলোচনা চালিয়ে যেতে রাজি আছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, যদি রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের সীমানা পার হয় তাহলে তারা দ্রুত এবং কঠোর প্রতিক্রিয়া দেখতে পাবে। প্রেসিডেন্ট বাইডেনকে এ বিষয়ে দ্রুত তিনি রিপোর্ট করবেন।
তিনি আরও বলেন,  মিত্র জার্মানি এবং ইইউর সঙ্গে বৈঠকের পর তাদের স্পষ্ট বার্তা হলো, ঐক্যবদ্ধভাবে ‘কূটনীতি এবং সংলাপের মাধ্যমে তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে চান।
এর আগে ব্লিঙ্কেন এবং লাভরভ জেনেভা হ্রদের তীরে ঐতিহাসিক প্রেসিডেন্ট উইলসন হোটেলে মিলিত হন। এখানে গত কয়েক দশক ধরে  অনেক উত্তেজনাপূর্ণ বিষয় মীমাংসার জন্য আলোচনা হয়েছে।
আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী হোটেলে একটি সংবাদ সম্মেলন শুরু করেন। এর ৩০ মিনিট পর ব্লিঙ্কেন সংবাদ সম্মেলন করেন।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.