ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৈরি ৭৭৭ হাউইটজার ধ্বংসের দাবি রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্করুশ বাহিনী বিশেষ সামরিক অভিযানের সময় খারকভ অঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি এম৭৭৭ হাউইটজার কামানের একটি ইউক্রেনীয় প্লাটুন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।
বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, খারকভ অঞ্চলের জোভটনেভয়ে বসতি এলাকায় পাল্টা ব্যাটারি ফায়ারে, মার্কিন তৈরির এম৭৭৭ আর্টিলারি সিস্টেমের একটি প্লাটুন গোলাবারুদ দিয়ে ধ্বংস করে দিয়েছে।
ইগর কোনাশেনকভ আরও বলেন, এ ছাড়া রুশ বাহিনী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের মিনকোভকা এবং চাসভ ইয়ারের বসতি এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর দুটি মার্কিন-নির্মিত এন/টিপিকিউ-৩৭ কাউন্টার-ব্যাটারি রাডার বিকল করে দিয়েছে।
প্রসঙ্গত, ৩৫ ফিট উচ্চতার এম৭৭৭ হাউইটজার কামান থেকে মিনিটে সর্বাধিক ৭টি ১৫৫ মিলিমিটার গোলা ছোড়া যায়। অত্যন্ত ব্যয়বহুল এ অস্ত্রকে ইউক্রেনের গেম চেঞ্জার হিসাবে বর্ণনা করা হচ্ছিল। (সূত্র: তাস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.