ইউক্রেনে মার্কিন-ইউরোপীয় অস্ত্রের মজুত ধ্বংস করল রাশিয়া!

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইউক্রেনের টেরনোপিল অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেওয়া অস্ত্রের ডিপো ধ্বংস করেছে রাশিয়ার সামরিক বাহিনী। ওই ডিপো লক্ষ্য করে আজ রোববার ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ক্যালিবর’ ছুড়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও খারকিভে গতকাল শনিবার ইউক্রেনের তিনটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য দেয় ইন্টারফ্যাক্স।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনাশেঙ্কভ বলেছেন, “দূরপাল্লার উচ্চ ক্ষমতাসম্পন্ন সমুদ্র-উৎক্ষেপিত ‘ক্যালিবর’ ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের টেরনোপিল অঞ্চলের চরৎকিভের সন্নিকটে বড় ধরনের অস্ত্রের মজুত ধ্বংস করা হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর দেওয়া ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সিস্টেম, যুদ্ধবিমানবিরোধী সিস্টেম ও গোলাবারুদসহ অন্যান্য অস্ত্রশস্ত্র ছিল।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.