ইউক্রেনে তেল ডিপোতে বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪৬ কিলোমিটার দূরের ভাসিলকিভের একটি তেল ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ফুটেজে তেলের ডিপোতে আগুনের ফুলকি দেখা গেছে।
ভাসিলকিভ শহরের মেয়র এবং ইউক্রেন সরকারের উপদেষ্টা অ্যান্টন জেরাশেঙ্কো দুজনেই তেলের ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছেন।
আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, এই বিস্ফোরণে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এই ধোঁয়া থেকে বাঁচতে ইউক্রেনের স্থানীয় প্রশাসন কিয়েভের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ করে রাখতে অনুরোধ জানিয়েছে।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওই ডিপোতে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনের রাজধানীর অনেক বাসিন্দাই বেজমেন্ট বা মাটির নিচের ঘরে আশ্রয় নিয়েছিলেন।
আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে কিয়েভে খুব বেশি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়নি। তবে পশ্চিম কিয়েভে দুই পক্ষের গোলাগুলিতে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এখন পর্যন্ত এত কমবয়সী আর কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.