ইউক্রেনের সঙ্গে উত্তেজনার মধ্যে চীন সফরে যাচ্ছেন পুতিন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে যে দাবি জানিয়েছিলো মস্কো সেসব বিষয়েও শি’র সঙ্গে আলাপ হবে বলে আজ শুক্রবার (২৮ জানুয়ারি) এ খবর জানিয়েছে ক্রেমলিন।
শীতকালীন বেইজিং অলিম্পিক আসর বসতে যাচ্ছে আগামী ৪ ফেব্রুয়ারি। চীনের এই মেগা ক্রিয়া ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাবেন পুতিন। তখনই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান অচলাবস্থা নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা হবে বলে জানা গেছে।
মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক অবনতির মধ্যেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হতে যাচ্ছে পুতিনের। এর আগে, চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বেইজিং-এ প্রতিনিধি পাঠাতে নাকচ করে দেয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের একাধিক দেশ। (সূত্র: রয়টার্স)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.