ইউক্রেনের শস্যবাহী জাহাজের জন্য নিরাপদে প্রণালী অতিক্রমের গ্যারান্টি দেবে তুরস্ক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনীয় বন্দর থেকে শস্য নিয়ে যাওয়া জাহাজের জন্য বসফরাস এবং দারদানেলিস প্রণালী দিয়ে নিরবচ্ছিন্ন ট্রানজিটের গ্যারান্টি দিতে তুরস্ক প্রস্তুত।
হ্যাবার গ্লোবাল টিভি চ্যানেল তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
চ্যানেলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার) এ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ‘যতদূর আমরা জানি ইউক্রেন থেকে কোনো জাহাজ ছেড়ে যায়নি। তবে, যদি এটি আসে তবে এটি প্রণালীর মধ্য দিয়ে যাবে।’
এদিকে, এলিপস হ্যাবের নিউজ পোর্টাল তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বলেছে যে, ‘প্রথম জাহাজটি ইতিমধ্যে নতুন করিডোর দিয়ে রওনা হয়েছে।’ (সূত্র: তাস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.