ইউক্রেনের মধ্যাঞ্চলে দুই শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্কসামরিক আগ্রাসনের ৩৮তম দিনে আজ শনিবার (০২ এপ্রিল) ভোরে ইউক্রেনের মধ্যাঞ্চলে দুটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
পলটাভা ও ক্রেমেনচুক শহরের বিভিন্ন স্থাপনায় শনিবার ভোর থেকে হামলা শুরু করে রাশিয়া।
রাজধানী কিয়েভের পশ্চিম দিকে অবস্থিত পলটাভা শহরের মেয়র দিমিত্রি লুনিন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক স্ট্যাটাসে বলেন, শুক্রবার দিবাগত রাত থেকেই রুশ হামলা শুরু হয়েছে আমাদের শহরে। আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া।
এছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চলের আরেক শহর ক্রেমেনচুকেও শনিবার ভোর থেকে হামলা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত শহর দুটিতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেছে রাশিয়া। একমাস এক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন শহরে এ হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। (সূত্র: আরব নিউজ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.