ইউক্রেনের বিরুদ্ধে ‘হাইব্রিড যুদ্ধের’ পরিকল্পনা রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সাইবার হামলা চালানোর পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে বলে দাবি করেছে দেশটি। স্থানীয় সময় গতকাল রবিবার (১৬ জানুয়ারি) দেশটির প্রযুক্তি উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ইউক্রেনের বিরুদ্ধে মস্কো ‘হাইব্রিড যুদ্ধের’ পরিকল্পনা করছে বলেও অভিযোগ করে কিয়েভ সরকার। তবে ইউক্রেনের এমন অভিযোগ নাকচ করেছে রাশিয়া।
রাশিয়া ও ইউক্রেনের চলমান উত্তেজনার মধ্যে সাইবার হামলার ঘটনা দুই দেশের মধ্যকার উত্তেজনার পারদ আরও বাড়িয়েছে। গেল শুক্রবার সাইবার হামলার কারণে ইউক্রেনের একাধিক সরকারি ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। এর পেছনে মস্কোর হাত রয়েছে বলে দাবি করে ইউক্রেন।
দাবির পেছনে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও গতকাল রবিবার (১৬ জানুয়ারি) এক বিৃবতিতে জানায় দেশটির প্রযুক্তি উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়। বিবৃতিতে ইউক্রেনের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি সাইবার স্পেসে রাশিয়া সক্রিয় বাহিনী গড়ে তুলছে বলেও অভিযোগ করা হয়।
ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় এক লাখের মতো সৈন্য সমাবেশ করেছে এমন অভিযোগের পরপরই এ সাইবার হামলার ঘটনা ঘটল। গেল শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ আনে ইউক্রেন।
এদিন ইউক্রেনের অন্তত ৭০টির মতো ওয়েবসাইট লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়। অবশ্য কয়েক ঘণ্টার ব্যবধানে সেগুলো উদ্ধারও করা হয়। তবে এ হামলাকে ধ্বংসাত্মক বলে মনে করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, সাইবার হামলার কারণে দেশটির সরকারি, অলাভজনক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে দেশটির প্রযুক্তি উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের দাবি, সাইবার হামলার মধ্য দিয়ে ইউক্রেনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে রাশিয়া। তবে দেশটির এমন অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উর্ধ্বতন কর্মকর্তারা জেনেভায় আলোচনায় বসলেও ইউক্রেন ইস্যুতে কোনো অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি। বরং ইউক্রেনে হামলা করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলে বারবার সতর্ক করে আসছে পশ্চিমাদেশগুলো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.