ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সম্পর্কে ১০টি তথ্য

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। আইনের ছাত্র ছিলেন তিনি। আইনে স্নাতক হন কিয়েভ ন্যাশনাল ইকনোমিক ইউনিভার্সিটি থেকে। কিন্তু আইনজীবী হওয়ার কোনও আগ্রহ তার ছিল না। তিনি ছিলেন কৌতুক অভিনেতা। কখনও কি ভেবেছিলেন যে তিনিই একদিন হয়ে উঠবেন রাষ্ট্রনেতা!
১। প্রেসিডেন্টের পরিচয়ের চেয়ে তিনি একজন কমেডি অভিনেতা হিসেবেই বেশি পরিচিত ছিলেন।
২। তার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেড আর্মিতে কাজ করেছিলেন। সোভিয়েত সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে পুরো যুদ্ধ এবং স্বাধীন ইউক্রেনে কর্নেল হিসাবে মারা যান তিনি।
৩। ভালোদিমির জেলেনেস্কি আইনের ছাত্র ছিলেন। কিন্তু আইনজীবী হওয়ার কোনও আগ্রহ ছিল না তার।
৪। ২০১৯ সালে কোনো অভিজ্ঞতা ছাড়াই প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়ে কৌতুক অভিনেতা জেলেনস্কি রাষ্ট্রপতি পেট্রো পোরোশেঙ্কোকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হন।
৫। তিনি ছিলেন একজন কমেডি অভিনেতা। কাকতালীয়ভাবে তিনি যে কমেডি শো-এর জন্য খ্যাতি অর্জন করেছিলেন, সেখানেও প্রেসিডেন্টের চরিত্রেই অভিনয় করেছিলেন জেলেনস্কি। ‘সার্ভেন্ট অফ দ্য পিপল’ টেলিভিশন শো-তে তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। তারপর সেখানে আচমকাই তিনি হয়ে ওঠেন দেশের প্রেসিডেন্ট। বাস্তবেও জেলেনস্কির জার্নিটা অনেক সেরকমই।
৬। ২০১৯ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ৭৩.২% ভোট পেয়ে নির্বাচিত হন তিনি।
৭। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং প্যান্ডোরা পেপারসেও নাম রয়েছে এই রাষ্ট্রপতির।
৮। জেলেনস্কি তার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় রাশিয়ার সঙ্গে বিরোধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
৯। অনেকেই তাকে ইউক্রেনীয় ডোনাল্ড ট্রাম্প বলে ডাকেন। কারণ দুইজনেরই বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ততা ছিল।
১০। ২০০৩ সালে তিনি ওলেনা জেলেনস্কাকে বিয়ে করেন। জেলেনস্কির একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।
আবেগপ্রবণ, অনভিজ্ঞ প্রেসিডেন্ট। আন্তর্জাতিক মহলের একাংশ এভাবেই অভিহিত করছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে। অভিনেতা থেকে আচমকাই রাষ্ট্রপ্রধান হয়ে ওঠা জেলেনস্কি রাশিয়ার মতো সুপার পাওয়ারের আগ্রাসন কী ভাবে সামলান, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.