ইউক্রেনের দুই জেনারেলসহ ৫০ সেনা কর্মকর্তা হত্যার দাবি রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে রেস্তোরাঁয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির দুই জেনারেলসহ ৫০ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া।
বৃহস্পতিবার (২৯ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানায়।
গত ২৭ জুন ক্রামাতোরস্কে একটি রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৩টি শিশুও রয়েছে। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছিল ইউক্রেন। ওই হামলার দুদিন পর ৫০জনের মৃত্যুর দাবি জানায় রাশিয়া।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘ক্রামাতোরস্কে ২৭ জুনের (মঙ্গলবার) হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর দুই জেনারেল ও ৫০ জনের মতো কর্মকর্তা নিহত হয়েছেন। এই হামলায় বিদেশি ২০ জন ভাড়াটে যোদ্ধা ও সামরিক উপদেষ্টাও নিহত হন।’
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ৫৬তম আলাদা সাঁজোয়া পদাতিক ব্রিগেডের অস্থায়ী মোতায়েন কেন্দ্রে নিখুঁত এ হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনীগুলো।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে. জেনারেল ইগর কোনাশেনকভ আরও দাবি করেন, হামলার সময় সেখানে এই সামরিক কর্মকর্তাদের ‘স্টাফ বৈঠক’ চলছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.