ইউক্রেনের খাদ্যশস্য চুক্তি নিয়ে আলোচনায় বসছেন পুতিন-এরদোয়ান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের খাদ্যশস্য চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, আসন্ন বৈঠকে দুই নেতা চুক্তির বাস্তবায়ন নিয়ে কথা বলবেন।
গত জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন কৃষ্ণসাগরের বন্দর দিয়ে শস্য রপ্তানি চুক্তি করে।
 গেল বুধবার এক ভাষণে পুতিন অভিযোগ করে বলেন, ইউক্রেনের অধিকাংশ শস্য গরিব দেশগুলোর পরিবর্তে ইউরোপের ধনী দেশে যাচ্ছে। তিনি বলেন, চুক্তির শর্ত দ্বারা রাশিয়া এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। আগামী নভেম্বর মেয়াদ বাড়ানোর আগে তিনি চুক্তির শর্ত সংশোধন চাইবেন বলেও জানান।
বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান পুতিনের বক্তব্য সমর্থন করে বলেন, যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সেসব দেশে ইউক্রেনের শস্য যাওয়ায় পুতিন অস্বস্তি প্রকাশ করেছেন। এরপর দুই নেতার সম্ভাব্য বৈঠকের খবর আসলো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.