ইউক্রেনের আরও ৩২ সেনাকে মুক্তি দিল রাশিয়া, ফেরত দিল ৬২ লাশ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধাবস্থায় ইউক্রেনের আরও ৩২ সেনাকে মুক্তি দিয়েছে রাশিয়া। দেশ দুটির মধ্য সম্পাদিত বন্দিবিনিময় চুক্তির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার এ বন্দিমুক্তির কথা জানিয়েছেন। একইসঙ্গে যুদ্ধে নিহত ৬২ ইউক্রেনীয় সেনার লাশও ফেরত দিয়েছে রাশিয়া।
ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইউরিনফর্ম দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা এন্ড্রি ইয়েরমাকের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, মুক্তি পাওয়া সেনাদের মধ্যে কমিশনপ্রাপ্ত এবং নন-কমিশনড সেনা কর্মকর্তারাও আছেন।
একইসঙ্গে ইউক্রেনের সদ্য পুনরুদ্ধার করা এলাকাগুলোতে রুশ বাহিনীর সঙ্গে লড়াই করে নিহত ইউক্রেনীয় ৬২ সেনার মরদেহও ফেরৎ দেওয়া হয়েছে।
রাশিয়ার দখল করে নেওয়া দোনেৎস্ক অঞ্চলের ওলেভনিক গ্রামটি পুনরুদ্ধার করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে ওই ইউক্রেনীয় সেনারা নিহত হন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই দেশের ২০০ বন্দিবিনিময় হয়েছিল। (সূত্র: আনাদোলু)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.