ইউক্রেনকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি বাইডেনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১০ অক্টোবর) ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিশ্রুতি দেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন এবং উন্নত বিমান পরিবহন ব্যবস্থাসহ ইউক্রেনের আত্মরক্ষার প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মস্কোর সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে সংযোগকারী সেতুতে বিস্ফোরণের পর রুশ বাহিনী ইউক্রেনে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন।
এ পরিপ্রেক্ষিতে বাইডেনের সঙ্গে কথা বলার পর জেলেনস্কি টুইটবার্তায় জানান, প্রতিরক্ষা সহযোগিতায় এখন আমাদের প্রথম অগ্রাধিকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
কিয়েভ বলছে, রুশ বাহিনী দেশজুড়ে ৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ক্ষেত্রে তারা প্রতিবেশী বেলারুশ থেকে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে। (সূত্র: এএফপি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.