বিটিসি স্পোর্টস ডেস্ক: ইউক্রেইন যুদ্ধ শেষ হলেই রাশিয়াকে আবার বিশ্ব ফুটবলের মানচিত্রে দেখা যাবে বলে জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুদ্ধ শেষ হওয়ার জন্য সবাইকে প্রার্থনা করতে বললেন বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার প্রধান।
২০২২ সালে ইউক্রেইনে আক্রমণের পর থেকেই রাশিয়াকে ফুটবল আঙিনা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। ফিফা ও উয়েফার কোনো প্রতিযোগিতায় তাদের জাতীয় দলকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। রাশিয়ার কোনো ক্লাবও খেলতে পারছে না ইউরোপিয়ান বা বৈশ্বিক কোনো টুর্নামেন্টে।
সার্বিয়ার বেলগ্রেডে বৃহস্পতিবার উয়েফার কংগ্রেসে ফিফা সভাপতি বলেন, যুদ্ধ শেষ হলেই রাশিয়াকে আবার ফুটবলে দেখা যাবে।
“ইউক্রেইনে শান্তির আলোচনা চলছে। আশা করি, শিগগিরই আমরা পরের ধাপে যেতে পারব এবং রাশিয়াকে বিশ্ব ফুটবলের দৃশ্যপটে ফেরাতে পারব, কারণ এর মানে, সব সমস্যারই সমাধান হয়ে যাবে।”
“সেটিকেই স্বাগত জানাতে হবে আমাদের, সেটির জন্যই প্রার্থনা করতে হবে আমাদের। কারণ, ফুটবল মানে এসবই। ফুটবল মানে বিভাজন নয়, ফুটবল মানে ছেলে হোক বা মেয়ে, বা যে যেখানে থাকুক, সবাইকে একতাবদ্ধ করা।”
Comments are closed, but trackbacks and pingbacks are open.