ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপোতে আগুন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেইনের ড্রোন হামলায় রাশিয়ার সোচি শহরের একটি তেলের ডিপোতে আগুন ধরে গেছে। সেখানে শতাধিক দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।
রাশিয়ার আরআইএ বার্তা সংস্থা জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, সোচি যেখানে অবস্থতি কৃষ্ণ সাগরের তীরবর্তী সেই ক্রাসনোদার অঞ্চলে ২০০০ ঘনমিটার ধারণ ক্ষমতাসম্পন্ন একটি জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে।
রোববার (৩ আগস্ট) ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ স্যোশাল মিডিয়ায় জানিয়েছেন, সোচির অ্যাডলার এলাকার এ ঘটনায় ১২০ জনেরও বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো ৯৩টি ইউক্রেইনীয় ড্রোন ধ্বংস করেছে। এগুলোর মধ্যে ৬০টি কৃষ্ণসাগরের পানির উপরে এবং একটি ক্রাসনোদার অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়েছে।
এদিকে রয়টার্স জানিয়েছে, তাদের ইউনিটগুলো কতোগুলি ড্রোন ধ্বংস করেছে মন্ত্রণালয়টি তা জানালেও ইউক্রেইন কতোগুলো ড্রোন পাঠিয়েছিল তা জানায়নি।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোজাভিয়াতসিয়া আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু সময়ের জন্য সোচি বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ রাখে, পরে আবার ফ্লাইট চলাচল শুরু হয়।
রয়টার্স বলছে তারা স্বাধীনভাবে এসব প্রতিবেদন যাচাই করতে পারেনি। তাৎক্ষণিকভাবে ইউক্রেইনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
গত মাসে সোচির অ্যাডলার এলাকায় ইউক্রেইনের ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছিলেন।
ক্রাসনোদার অঞ্চলের ক্রাসনোদার শহরের কাছে ইলস্কি শোধনাগার রাশিয়ার দক্ষিণাঞ্চলের তেল শোধনাগারগুলোর মধ্যে বৃহত্তম। এটি প্রায়ই ইউক্রেইনের ড্রোন হামলার শিকার হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ইউক্রেইনের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় ভোরোনেজ অঞ্চলের আকাশে ১৮টি ইউক্রেইনীয় ড্রোন ধ্বংস করেছে। রোববার অঞ্চলটির গভর্নর জানিয়েছেন, ইউক্রেইনীয় ড্রোনের হামলায় সেখানে চারজন আহত হয়েছেন।
ইউক্রেইনের রাজধানী কিইভের সামরিক প্রশাসন জানিয়েছে, রাশিয়া কিইভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.