ইউএস-বাংলার উড়োজাহাজের ইঞ্জিনে পাখির আঘাত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পাখির আঘাতের শিকার হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮-কিউ ৮০০ উড়োজাহাজ। আজ শনিবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে ফ্লাইটটি অবতরণের সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান বিটিসি নিউজকে বলেন, অবতরণের সময় একটি পাখি উড়োজাহাজের ইঞ্জিনে আঘাত করে। তবে কোনো সমস্যা ছাড়াই এটি নিরাপদে অবতরণ করেছে।

সারোয়ার ই জামান আরও জানান, নভেম্বরে পাখির আনাগোনা বেড়ে যায় বিমানবন্দর এলাকায়। এ সময় সজাগ থাকার জন্য বিমানবাহিনীকে অবহিত করা হয়েছে। তাদের কাছে বার্ড শ্যুটার রয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির আঘাতের (বার্ড হিট) কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ জরুরি অবতরণ করে।

সং বাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো ..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.