বিটিসি নিউজ ডেস্ক: “অগ্রসর সংস্কার, স্থিতিস্থাপকতা এবং প্রবৃদ্ধি” শীর্ষক ইউএস-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এতে সফররত বাংলাদেশি রাজনৈতিক নেতারা অংশ নেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ও বাংলাদেশি প্রতিনিধিদল।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি) রাউন্ড টেবিলটির আয়োজন করেছেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.