ইউএস ওপেন শুরুর ঠিক আগ মুহূর্তে টেনিসে করোনার থাবা

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেন শুরুর ঠিক আগ মুহূর্তে করোনা আক্রান্ত হলেন ফ্রান্সের টেনিস খেলোয়ার বেনোয় পেয়ার। এর ফলে, বছরের শেষ গ্র্যান্ডস্লামে আর অংশ নিতে পারবেন না তিনি।

গতকাল রবিবার (৩০ আগষ্ট) ইউএস ওপেন টেনিস এ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল টুইটের মাধ্যমে এ খবর নিশ্চিত করে। তবে করোনা আক্রান্ত প্লেয়ারের নাম প্রকাশ করেনি তারা। পরে ফ্রান্সের গণমাধ্যম তার নামটি নিশ্চিত করে। বিশ্বের ২২তম এই টেনিসার গত সপ্তাহে ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন ওপেনে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা চলাকালীন শারীরিক দুর্বলতা অনুভব করায় আর কোর্টে নামতে পারেননি তিনি। পরে পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।

মঙ্গলবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডে পোল্যান্ডের ক্যামিল মারজেকের বিপক্ষে কোর্টে নামার কথা ছিলো ফরাসী এই টেনিসারের। সেটি তো আর হবেই না। ইউএস ওপেনে আর তার অংশগ্রহণ করা হবে কিনা সেটি এখনো জানা যায়নি।

এদিকে, ফ্রান্সের গণমাধ্যমের দাবি, রিচার্ড গ্যাসকোয়েট, আদ্রিয়ান মানারিনু ও ইকোয়েডরের রজার ভেসেলিনসহ বেশ কয়েকজন টেনিসারকে আইসোলেশনে রাখা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.