ইউএনও ওয়াহিদা খানমের সুস্থ্যতা কামনায় পলাশবাড়ীতে দোয়া মাহফিল

গাইবান্ধা প্রতিনিধি: দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সুস্থ্যতা কামনায় পলাশবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বাদ জুম্মা প্রফেরপাড়া মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
তিনি তার বক্তব্যে ইউএনও ওয়াহিদা খানমের সুস্থ্যতা কামনার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এর আগে গত বুধবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে ঘোড়াঘাট ইউএনওর সরকারি ডাকবাংলোতে  দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ওয়াহিদা খানম।
ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে অস্ত্রপাচারের পর তিনি ৭২ ঘন্টার পর্যবেক্ষণে আছেন। তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক।
উল্লেখ্য, ওয়াহিদা খানমের স্বামী মেজবাউল হোসেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। বর্তমানে তিনি রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.