ইংল্যান্ডে পাড়ি জমালেন আর্জেন্টাইন বিস্ময়বালক

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল ব্রাইটনে যোগ দিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার ভ্যালেন্তিনো বার্কো। মাত্র ১৯ বছর বয়সে স্বদেশী ক্লাব বোকা জুনিয়র্স থেকে ইংল্যান্ডে পাড়ি জমালেন আলবিসেলেস্তে বিস্ময়বালক। ইউরোপিয়ান জায়ান্ট ক্লাবগুলোর নজরে থাকলেও ১০ মিলিয়ন ডলারের বিনিময়ে নিজেদের ডেরায় বার্কোকে ভিড়িয়েছে ব্রাইটন।
আর্জেন্টাইন জায়ান্ট বোকা জুনিয়র্সের লেফটব্যাক পজিশনে দুর্দান্ত খেলেন ভ্যালেন্তিনো বার্কো। বিশাল অর্থ ব্যয় করলেও তরুণ ডিফেন্ডারকে নিজেদের খেলোয়াড় হিসেবে সামনে আনেনি ডি জার্বির ব্রাইটন। তবে দ্রুত সময়ের মধ্যেই দর্শকদের সামনে বার্কোকে পরিচিত করাবে প্রিমিয়ার লিগে ৭ম স্থানে থাকা ক্লাবটি।
২০০৪ সালে বুয়েন্স আয়ার্সের ভ্যালেনটিঙ্কো ডি মায়োতে জন্মগ্রহণ করেন বার্কো। লাস পারেজাস ক্লাবের হয়ে জুনিয়র ক্যারিয়ার শুরু হয় ১৯ বছর বয়সী ডিফেন্ডারের। ক্লাবটিতে ছয় মৌসুম কাটিয়ে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী বোকা জুনিয়র্সে যোগ দেন তিনি। এবার শুরু ইউরোপ অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিস্ময়বালক বার্কো।
বোকার জার্সিতে ৩৫ ম্যাচ খেলেছেন বার্কো। এক গোলের পাশাপাশি আরও ৪টিতে সহায়তাও করেছেন এই তরুণ ডিফেন্ডার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.