আ. লীগ রাষ্ট্র পরিচালনার কারণে দেশের সার্বিক উন্নয়ন এখন দৃশ্যমান – ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র পরিচালনার কারণে দেশের সার্বিক উন্নয়ন এখন দৃশ্যমান। এজন্য বর্তমান সরকার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বেড়েছে এবং দলীয় নেতা-কর্মীরাও সম্মানিত হচ্ছে।
প্রতিমন্ত্রী গতকাল (বুধবার) জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাজলা একতা বাজার সংলগ্ন মাঠে নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের,চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন,মজিবর রহমান শাহজাহান,আঃ রাজ্জাক লাল মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।
ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টারের সঞ্চালনায় এতে উপজলা ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, চেয়ারম্যান আঃ মালেক,ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমান,সাধারণ সম্পাদক রাসেল মিয়াসহ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির মঙ্গল কামণা করে বিশেষ মোনাযাত করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.