টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না। এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।
এসময় তিনি বলেন, প্রায় ২৬ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে রাজনৈতিকভাবে আমার কোন সম্পর্ক নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি।
রোববার দুপুরে টাঙ্গাইল শহরের তার নিজ বাস ভবন সোনার বাংলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, রাজধানীর ৩২ এর মতো আমার বাসা ভেঙে যদি দেশে শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার দাবি করছি। এ ঘটনায় আমি কোন দল নেতাকর্মীকে দোষারোপ করছি না। তবে এ ঘটনায় মামলা করা হবে।
এসময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, হাসিনা সরকার যদি ফ্যাসিষ্ট হয় তাহলে দেশে এখন যা চলছে তা কোন মাপের ফ্যাস্টিষ্ট নির্ণয় করতে পারছি না। দেশের একমাত্র বেসামরিক বীর উত্তমের বাড়ি যখন এই সরকার নিরাপত্তা দিতে পারে না তখন বুঝতে হবে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায়!
এছাড়াও তিনি বলেন এইসব কর্মকাণ্ড দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি।
এদিকে দিকে বিকেলে বাসাইল উপজেলায় পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নিবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.