আ.লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন অর্ধ শতাধিক নেতাকর্মী

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

গতকাল মঙ্গলবার  সদর উপজেলার হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হারাটি ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক রাত ৮টায় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

বিটিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানান, সারাদেশের মতো লালমনিরহাটেও নিজেদের ভুল বুঝতে পেরে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে বিএনপিতে যোগদান করছে। আজও অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপির পতাকাতলে এসেছে।

যোগদানকারী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক বিটিসি নিউজকে বলেন, তিনি একজন ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার পরও আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের সন্ত্রাসী নেতাকর্মীরা তার ওপর নগ্ন হামলা চালায়। ওই হামলায় তিনি মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরবর্তীতে তিনি ওই ঘটনার বিচার চেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকের বরাবর লিখিত অভিযোগ করেও কোনো বিচার পাননি। উল্টো আমার দোষ ধরে ভুল স্বীকার করতে বলা হয়। তখনই তিনি বুঝতে পারেন ওই দলে (আওয়ামী লীগে) কোনো ভালো মানুষ থাকতে পারেন না।

এ জন্যই তিনি আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করে প্রায় অর্ধ শতাধিক সহকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.