আ.লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাস্ক পরে ও শারীরিক দূরত্ব মেনে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতারা। এই সময়ে করোনাকে জয় করে জনগণের সুরক্ষা নিশ্চিত করাই দলের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা।

প্রতিবছরের মতো আনুষ্ঠানিকতার জাকজমক নেই, নেই হাজারো নেতাকর্মীর পদচারণা। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি স্মরণ করতে জাতির পিতার স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে এসেছিলেন আওয়ামী লীগের গুটি কয়েক নেতাকর্মী।

মুখ মাস্ক আর দূরত্ব বজায় রেখেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ভিডিও বার্তায় জানান, করোনা দুর্যোগে বরাবরের মতো গণমানুষের পাশে থাকবে আওয়ামী লীগ।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোন সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ বলে জানান নেতারা।

নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে দেশবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাওয়ার আশা তাদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.