আ: লীগের সম্মেলনের ব্যাপারে কোনো আপস নেই

ফাইল ছবি:

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নতুন সম্মেলন মানেই নতুন মুখ। আর আওয়ামী লীগের সম্মেলনের ব্যাপারে কোনো আপস নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । আওয়ামী লীগের সম্মেলন যথাসময়ে হয়, এবারও যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।

নভেম্বরে অনুষ্ঠিতব্য যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সামনে রেখে আজ শনিবার নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, এবারে পরিবর্তন হবে, নতুন মুখ আসবে প্রবীণ-তরুণ-অভিজ্ঞদের সমন্বয় ঘটিয়ে আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.