আ.লীগের গোলাগুলি রাজধানীতে , নিহত ১

বিটিসি নিউজ ডেস্ক:আওয়ামী লীগের দুপক্ষের গোলাগুলিতে রাজধানীর বাড্ডায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।আজ রোববার বিকেলে বাড্ডার বেড়াইদ ইউনিয়নের বেড়াইদ বাজার ক্রাউন সিমেন্ট কারখানার পাশে এ গোলাগুলি হয়।নিহত দুখু মিয়া (৪০) বেড়াইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সৎভাই।

কাজী ওয়াজেদ আলী বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেড়াইদ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহর লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।বেড়াইদ থানার উপ-পরিদর্শক (এস আই ) লিটন মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.