আ. লীগকে যে আহ্বান জানালেন গয়েশ্বর

সিলেট ব্যুরো: সিলেটে আয়োজিত বিএনপির বিভাগীয় গণঅবস্থান কর্মসূচিতে অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে মাফ চেয়ে জনতার কাতারে আসার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ বুধবার (১১ জানুয়ারী) দুপুরে নগরীর রেজিস্ট্রি মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার ফ্যাসিবাদের যত উপকরণ আছে সব জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। এ অবস্থায় ১০ দফা দাবি আদায় করে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। এ সময় বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে ও বিএনপির ১০ দফা দাবি আদায়ে আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশেরও ঘোষণা দেন তিনি।
গণঅবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রিজার্ভ, ছাগল, গরুসহ সব চুরির সঙ্গে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ এখন সব চোরের নিরাপদ আশ্রয়স্থল।
বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা আদায়, খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে বুধবার সারাদেশের মতো সিলেটেও গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।
সকাল থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন রেজিস্ট্রি মাঠে। বেলা সাড়ে ১১টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে এ কর্মসূচি শুরু হয়। এ সময় বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও নগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় কর্মসূচিতে অংশ নেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, মিজানুর রহমান চৌধুরী মিজান, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূর চৌধুরী, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সাবেক আহবায়ক ডা, শাহরিয়ার হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি জি কে গৌছ, সাবেক এমপি নজির হোসেন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, অ্যাডভোকেট এটিএম ফয়েজ, মামুনুর রশীদ, শামীম আহমদ, সোলেমান হোসেন, অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজসহ সহস্রাধিক নেতাকর্মী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.