আয়ারল্যান্ডে কনস্যুলেট খোলার কার্যক্রম শুরু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্যবসা ও চাকরি থেকে শুরু করে বিভিন্ন খাতে অপার সম্ভাবনার দেশ আয়ারল্যান্ড। মাথাপিছু আয়ের দিক থেকেও বিশ্বের সেরা দেশগুলোর একটি। নেই তেমন একটা বিনিয়োগ ঝুঁকিও। এত কিছুর পরও বাংলাদেশের দূতাবাস বা কনস্যুলেট অফিস নেই দেশটিতে।
ফলে একদিকে যেমন দক্ষ শ্রমিক যেতে পারছে না বাংলাদেশ থেকে, অন্যদিকে ব্যবসায়ীরাও বঞ্চিত হচ্ছেন বিনিয়োগ থেকে।
তবে দীর্ঘদিনের সেই আক্ষেপ হয়তো ঘুচতে যাচ্ছে এবার। দূতাবাস খোলার বিষয়ে যাবতীয় কাগজপত্র অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকলেও আয়ারল্যান্ডে একটি কনস্যুলেট অফিস খোলার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
 সম্প্রতি লন্ডন সফরে গেলে সেখানে এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ডাবলিন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এ সময় আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি কনস্যুলেট অফিস খোলার প্রক্রিয়া শুরুর বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ ছাড়াও ঢাকায় একটি আইরিশ ভিসা অফিস খোলার বিষয়েও আশ্বাস দেন মন্ত্রী।
বাংলাদেশ সরকারের নেয়া এমন পদক্ষেপে খুশি আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা।
 ডাবলিন আওয়ামী লীগ ছাড়াও কাউন্টি কর্ক থেকেও একটি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.