আড়াই বছর পর সীমান্ত পুরোপুরি খুলল নিউজিল্যান্ড

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালের মার্চের পর থেকে শুরু করে এই প্রথম সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে ভূস্বর্গখ্যাত নিউজিল্যান্ড। ভিসা থাকলেই পর্যটক ও শিক্ষার্থীরা এখন দেশটির ইমিগ্রেশন পার হতে পারবেন। বিবিসির প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে ‘ব্যাপক মুহূর্ত’ হিসেবে আখ্যায়িত করেন। অত্যন্ত সতর্ক প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্থলসীমান্তের পাশাপাশি নৌসীমাও খুলে দেওয়া হয়েছে। ক্রুজ জাহাজ ও বিদেশি প্রমোদতরীও এখন থেকে নিউজিল্যান্ডে নোঙর করতে পারবে।
তবে এখনও পর্যটকদের নিউজিল্যান্ডে ঢুকতে হলে পূর্ণডোজ টিকাপ্রাপ্ত হতে হবে। কিন্তু কোনো কোয়ারেন্টিন পালনের শর্ত নেই।
আজ সোমবার অকল্যান্ডে চীনা ব্যবসা সম্মেলনে বক্তৃতায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, ‘আমাদের লোকজনকে নিরাপদে রাখতে আমরা বিশ্ববাসীর মতোই জরুরি ব্যবস্থা নিয়েছিলাম।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.