আড়াইটে থেকে স্হলভূমিতে ঢোকার প্রক্রিয়া শুরু সুপার সাইক্লোন “আম্ফান”

কলকাতা প্রতিনিধি: আবহবিদরা জানাচ্ছেন, আম্ফান পশ্চিমবঙ্গে প্রথম অভিঘাত হানবে সুন্দরবন অঞ্চলের সাগরদ্বীপে। এই সময় ঝড়ের গতিবেগ ১৫৫ মিটার থেকে ১৮৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আজ বুধবার (২০ মে) আড়াইটে থেকে স্হলভূমিতে ঢোকার প্রক্রিয়া শুরু সুপার সাইক্লোন আম্ফানের ৷ দীঘা থেকে বর্তমান দূরত্ব ৯০ কিমি এবং কলকাতা থেকে ১৯০ কিমি ৷

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘স্থলভাগে আঘাত হানার পর কলকাতার গা ঘেঁষে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে আম্ফান ৷ এর পর নদিয়া এবং মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের দিকে এগোবে এই ঝড় ৷’ আবহ দফতরের তরফে জানানো হয়েছে, বুলবুল বা ফণীর তুলনায় কলকাতার অনেক কাছ দিয়ে বয়ে যাবে আমফান৷ ফলে কলকাতাতেও ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে৷ সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দুই চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায়৷

সুপার সাইক্লোন আম্ফানের দিঘাতে আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল৷ ফলে সৈকত শহর সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ৷ তাই আগেভাগেই সতর্ক হয়েছে জেলা প্রশাসন৷ ৪০ হাজার মানুষকে উপকূলবর্তী এলাকাগুলি থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷ মাইকে চলছে ক্রমাগত প্রচার৷ একইভাবে দক্ষিণ চব্বিশ পরগণার সাগরেও মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে৷ ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকাগুলিতেও চূড়ান্ত ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে জেলা প্রশাসন৷
কলকাতাতেও পুরোনো ভাঙা বাড়িগুলো থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #
সংবাদ প্রেরক বিটিসিনিউজ (বাংলাদেশ) বিশেষ (কলকাতা ) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায় 

Comments are closed, but trackbacks and pingbacks are open.