আহ্বান

উজান ( কলকাতা):
চারিদিকে নিস্তব্ধতা,  
 চারিদিকে হাহাকার, 
চারিদিকে ভয়ার্ত মুখগুলো 
 বয়ে নিয়ে চলে নিঝুম  অন্ধকার।
চেনা মানুষগুলোর সাথে, 
দূরত্বের ব্যঞ্জনা 
চারিদিকে সব সম্পর্কের 
   বিষাদ মূর্ছনা ।
এমন নিষ্প্রাণ পৃথিবীতে
   তোমায় চাইনে অমি, নীরু
এ বিভীষিকাময় ধরিত্রী 
আমি তোমায় উপহার দিতে।  চাইনে ।
তুমি পৃথিবীতে নিয়ে এসো  প্রানের সুর
তোমার হাসি হয়ে উঠুক 
  দুর্বিনীত প্রেমের মোহন-বাঁশী।
তোমার শরীরের মৌতাত ছড়িয়ে দিক
  জীবন-বসন্তের পলাশের স্নিগ্ধতা, 
তার পরশে কেটে যাক
 সব অশুভ অবরুদ্ধতা ।
একলব্যর তীর হয়ে আসুক 
 তোমার উপস্থিতি,
ভেঙ্গে খানখান করে দিক
 কাফনের কুহক। 
তুমিই পারো ঘুচিয়ে দিতে
সর্বগ্রাসী এ মহামারীর রক্তপিপাসা,
নীরু, তুমি এসো, তুমি হয়ে ওঠো 
  মানবসভ্যতার ভরসা ।। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.