আহমেদাবাদ’র করোনা হসাপাতালে ৮ জন করোনা রোগী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন

কলকাতা প্রতিনিধি: আহমেদাবাদের নবরঙ্গপুরা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে আগুন লাগে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) ভোর সাড়ে ৩টে নাগাদ ৷ এই বেসরকারি করোনা হসাপাতালে ৮ জন করোনা রোগী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন ৷
জানা যাচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে৷ মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা ৷ এরা প্রত্যেকেই করোনা সংক্রমণ নিয়ে আইসিইউ-তে চিকিত্‍সাধীন ছিলেন ৷ ৩৫ জন রোগীকে উদ্ধার করা গিয়েছে ৷ তাঁদের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে ৷

ঘটনার পরে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও আহমেদাবাদের মেয়র বৈজল প্যাটেলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ খোঁজ নিয়েছেন পরিস্থিতি নিয়ে ৷

আহমেদাবাদের করোনা হাসপাতালে আগুনের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ৷

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ট্যুইট –

https://twitter.com/narendramodi/status/1291206650930421760?s=19

স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের ট্যুইট –

https://twitter.com/AmitShah/status/1291219372900413440?s=19

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.