বিশেষ (ঢাকা) প্রতিনিধি: সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আয়োজিত মধ্যাহ্নভোজের পর উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে গ্রুপ ছবি তোলেন বিদায়ী দুই তরুণ উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসও তাদের দুইজনের সঙ্গে ছবি তোলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

















