আসামে ভয়াবহ বন্যায় প্রাণহানি-৩৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে ভারি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে স্থানীয়রা। এতে এখন পর্যন্ত ৩৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বেশ কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এজন্য রাজ্যটিতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি। দুর্ভোগে পড়েছে প্রায় ৬ লাখ স্থানীয় বাসিন্দা। আর মারা গেছেন অন্তত ৩৪ জন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী কয়েকদিন আসামসহ ভারতের অন্যান্য জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
সোমবার (১ জুলাই) আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেন, রাজ্যের মোট ৩৫টি জেলার মধ্যে বন্যায় বিপর্যস্ত অন্তত ১৯টি জেলা। এ পরিস্থিতিতে রাজ্যের হাজার হাজার মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন।
আসামে আগামী তিন-চার দিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
প্রতিবছর বর্ষা মৌসুমে আসাম ভয়াবহ বন্যার মুখোমুখি হয়। এতে জনজীবন ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। এর আগে ২০২২ সালে আসাম রাজ্যে তীব্র বন্যায় প্রায় ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। এতে কমপক্ষে ৪৫ জনের প্রাণহানি হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.