আসামে উপর্যুপরি গুলি ছোড়ার পর ৫ জনকে পুড়িয়ে হত্যা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাস্তায় সাতটি ট্রাকের গতিরোধ করে সেগুলোতে সশস্ত্র কিছু লোক উপর্যুপরি গুলি ছোড়ার পর আগুন ধরিয়ে দিলে পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) আসামের দিমা হাসাও জেলায় এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।
দিমা হাসাও জেলার সুপারিনটেনডেন্ট অব পুলিশ জয়ন্ত সিং বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে সশস্ত্র কিছু লোক ট্রাকগুলো থামায়। এর মধ্যে ছয়টি ট্রাকে ছিল সিমেন্ট এবং একটিতে ছিল কয়লা। থামানোর পর উপর্যুপরি গুলি ছোঁড়া হয় ট্রাকগুলো লক্ষ্য করে।  কিছুক্ষণ পর তারা ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়। এতে পাঁচজন নিহত হন। আহত হয়েছেন আরও একজন। তারা সবাই ট্রাকচালক এবং শ্রমিক বলে জানা গেছে।
কর্তৃপক্ষ ধারণা করছে, এ হামলার সঙ্গে সশস্ত্র দিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির (ডিএনএলএ) হাত রয়েছে।
২০১৯ সালের এপ্রিলে ডিএনএলএ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তারা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
দিমাসা আসামের একটি উপজাতি। ২০১১ সালের জরিপ অনুযায়ী, দিমা হাসাও জেলায় প্রায় এক লাখ ৪২ হাজার ৪১৩ জন দিমাসা উপজাতির মানুষের বসবাস। নাগাল্যান্ডেও এ উপজাতির মানুষেরা বাস করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.