আসামী’র গুলিতে দুই এফবিআই এজেন্ট নিহত

(আসামী’র গুলিতে দুই এফবিআই এজেন্ট নিহত–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: শিশু নির্যাতনে অভিযুক্ত আসামীকে ধরতে গিয়ে, গোলাগুলির ঘটনায় আমেরিকার কেন্দ্রিয় গোয়ন্দা সংস্থার ২ এজেন্ট নিহত হয়েছেন। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে গতকাল মঙ্গলবার (০২ ফেব্রুয়ারী) সকালে এ ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে জানা যায়, এদিন দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে ওই আসামীকে ধরতে গেলে কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ওই ব্যক্তি। এক পর্যায়ে পাল্টা গুলি ছোড়ে এফবিআই। গোলাগুলির এ ঘটনায়  সংস্থাটির ২জন সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে এফবিআই। আহত হয়েছেন আরও তিনজন।

এফবিআই-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ৬টায় পাঁচজন কর্মকর্তার ওপর হামলা চালানো হয়। তারা শিশু নির্যাতনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন ।

গোলাগুলিতে সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে প্রচুর গোলাগুলি হয়েছে। নিহত দুই এজেন্টের নাম প্রকাশ করেনি এফবিআই। আহত অপর এজেন্টের শারীরিক অবস্থা নিয়েও কিছু জানায়নি সংস্থাটি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওটিশিয়া ব্রাউনিং-স্মিথ বলেন, অভিযুক্ত ব্যক্তিও এ ঘটনায় নিহত হয়েছেন। কী পরিমাণ গুলি ছোড়া হয়েছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘অনেক বেশী।’ (সূত্র: নিউ ইয়র্ক টাইমস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.