আসন্ন সংসদ নির্বাচনে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে আদমদীঘির কুন্দগ্রামে আ.লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বগুড়া-৩ আদমদীঘি দুপচাঁচিয়া আসনে দলীয় ভাবে প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচন তদারকি কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা করেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ই স্কুল মাঠ ও বশিকোড়া দাখিল মাদরাসা মাঠে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুন্দগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম ওবায়দুর রহমান শফির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রশিদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম, শামীম-উল ইসলাম, নিসরুল দামিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেকেন্দার আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রদীপ ভৌমিক, জেলা যুবলীগের সহ-সম্পাদক আব্দুল আলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উজ্জল হোসেন, রুহুল আমিন, সাকিব হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবর্গ।
সভায় কুন্দগ্রাম ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড কড়ই ২০২ জন ও বশিকোড়া ৭ নম্বর ওয়ার্ড ১৮০ জন সদস্য বিশিষ্ট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কড়ই ও বশিকোড়া ভোট কেন্দ্র তদারকি কমিটি গঠন করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.