আসন্ন পৌরসভা নির্বাচন সান্তাহারে আ’লীগ-বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশি মাঠে


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও বগুড়ার আদমদীঘি উপজেলার একমাত্র সান্তাহার পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারন ও নারী আসনে ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন প্রত্যাশি সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠে।

তারা মহল্লায় মহল্লায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান কৌশলে অনুদান প্রদানসহ নানা প্রতিশ্রুতি দিতেও ভুল করছেন না।

আওয়ামীলীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে শীর্ষনেতাদের নিকট জোড় লবিং- চালাচ্ছেন।

ইতিমধ্যে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি পৌর মেয়র পদে আগ্রহি প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা নিয়েছেন। তবে আওয়ামীলীগ দলীয় ভাবে এখনও মনোনয়ন ফরম বিতরণ করেননি বলে জানাগেছে।
সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মাদ এরশাদের ঘোষনা অনুযায়ী ১৯৮৮ সালে বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা স্থাপিত হয়।

সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সান্তাহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত ধানের শীষ মার্কা প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত নৌকা মার্কা রাশেদুল ইসলাম রাজা পরাজিত হন।

আসন্ন সান্তাহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসাবে আওয়ামীলীগ ও বিএনপির দলীয় একাধিক মনোনয়ন প্রত্যাশি মাঠে প্রচারনা ও জনসংযোগে নেমেছেন। মেয়র পদে মনোনয়ন প্রত্যাশিরা মহল্লায় মহল্লায় বিভিন্ন অনুষ্ঠানে কৌশলে অনুদান প্রদানসহ নানা প্রতিশ্রুতি দিতেও ভুল করছেন না।

আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয়পাটীর সম্ভাব্য মেয়র পদের প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে শীর্ষনেতাদের নিকট জোড় লবিং-চালাচ্ছেন। এখন তারা চা-স্টল, হোটেল, ক্লাব সমিতি গুলোতে মতবিনিময় ও ভোটারদের নিকট দোয়া চাইছেন।

এছাড়া প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পাটীর একাধিক কাউন্সিলর ভোটের মাঠে তৎপরতায় রয়েছেন। মেয়র পদে সম্ভাব্য আওয়ামীলীগের মনোনয়ণ প্রত্যাশিরা হলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র জার্জিস আলম রতন।

বর্তমান মেয়র বিএনপির নেতা তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক মেয়র ফিরোজ মোহাম্মদ কামরুল হাসান, মতিউর রহমান টিটুসহ বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশি মাঠে ভোটারদের নিকট দোয়া চাইছেন।

এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ১৭২জন। এরমধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮০৪ জন ও নারী ভোটার ১৩ হাজার ৩৬৮জন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.