BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের বিএনপির আঞ্চলিক সমাবেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের বিএনপির আঞ্চলিক সমাবেশ


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আগে চারটা আসন ছিল, এখন তিনটা। এখানকার বড় বড় নেতাদের সঙ্গে লড়াই হবে, তবে আমি ভয় পাই না। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, ইনশাআল্লাহ জয় ছিনিয়ে আনব।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার কদমতলা স্কুল মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসব কথা বলেন  বি এনপির  নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু।

তিনি আরো বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ১৩ বার বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছি, এর মধ্যে ১১ বার জয় পেয়েছি। দুটি সংসদ নির্বাচনে হেরেছি একবার শেখ হেলালের কাছে, আরেকবার শেখ হাসিনার কাছে।

এই দীর্ঘ ১৭ বছর নিজের বাড়িতে আসতে পারিনি, বাবা-মায়ের কবর জিয়ারত করতে পারিনি, ঈদের আনন্দও ভাগ করতে পারিনি। এখন আমি ফিরে এসেছি। এখন আপনারা যদি এইভাবে একটু ভাবেন—যে সারাজীবন দৌঁড়ে বেড়িয়েছি, এখন একটুআপনাদের সাথে থাকতে চাই। আমি কথা দিচ্ছি, এই মোল্লাহাটের মাটিকে সারা দেশের সামনে উজ্জ্বল করবে। সেই তেজ আমার বুকে আছে ইনশাআল্লাহ।”

সমাবেশে উপস্থিত ছিলেন, খুলনা বি.এল. কলেজের সাবেক ভিপি ও খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুর জামান অপু, মো. হেকমত শেখ, মো. হাসমত মোল্লা, মুশফিকুর শেখ, গোপাল শেখ, কাকা মোল্লা, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল জামান শিমুল, ৯ নম্বর কদমতলা ওয়ার্ড বিএনপির সভাপতি মিঠু শেখ, গোলাম মোস্তফা ফকির, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও বিএনপি’র  নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আপনাদের কিছু না কিছু বলতেই হবে : হিমি রণবীরের সঙ্গে বলিউডে অভিষেক করছেন কল্যাণী! বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে ই-টিকিটিং সেবা চালু পুতিন-নেতানিয়াহু ফোনালাপ: ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান রাশিয়ার গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সামষ্টিক দায়িত্ব : ডেনিশ প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া : বললেন স্বাস্থ্য উপদেষ্টা চীনের সঙ্গে নতুন কৌশলগত অংশীদারত্বে কানাডা, শুল্ক কমানোর ঘোষণা মাচাদোকে ‘অসাধারণ নারী’ বলে ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো গ্রিনল্যান্ড দখলে অনড় যুক্তরাষ্ট্র, পাল্টা জবাবে সেনা পাঠাচ্ছে ইইউ