আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য আইনমন্ত্রীর কোরবানির পশু উপহার

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া থানা পুলিশ এবং আখাউড়ার আশ্রয়ণ প্রকল্পের ৬০টি পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে কোরবানির পশু দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জন্য আইনমন্ত্রীর কোরবানির পশু উপহার
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. তাকজিল খলিফা কাজল বলেন, গত কয়েক বছর ধরেই মন্ত্রী থানা পুলিশের জন্য ঈদ উপহার হিসেবে কোরবানির পশু দেন। কেননা, তিনি মনে করেন ঈদের সময় সরকারি এ চাকুরিজীবীরা আত্মীয় স্বজনকে দূর দুরান্তে বাড়িতে রেখে মানুষের সেবা দিয়ে থাকেন। তাঁরা যেন সেই অভাবটা বুঝতে না পারেন সে কারণে পশু কেনার জন্য তিনি নগদ টাকা দিয়ে থাকেন।
কাজল আরো জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আখাউড়ার চরনারায়ণপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পল্লীতেও এবার ঈদ উপহার হিসেবে কোরবানির পশু দিচ্ছেন আইনমন্ত্রী।
আজ মঙ্গলবার কোরবানির পশু ওই পল্লীতে পৌঁছানোর কথা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.