আশ্রয়কেন্দ্র পরিদর্শনে কুড়িগ্রামে জাতিসংঘ প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের যাত্রাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক বিশেষ দূত ম্যামি মিজুতরি।
আজ বুধবার (০৫ জুলাই) দুপুরে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত এ বন্যা আশ্রয়কেন্দ্র ও রেসকিউ বোর্ড পরিদর্শন করেন।
এ সময় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কামরুল আহসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউএনডিপির প্রতিনিধি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ম্যামি মিজুতরি দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপসহ বন্যা আশ্রয়কেন্দ্রের নানা সুবিধার ভূয়সী প্রসংশা করেন। পরে বিকেলে তিনি ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম ত্যাগ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.