আশুলিয়ায় সুটকেসে অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার!!!

 

সাভার প্রতিনিধি: আশুলিয়ায় মহাসড়কের পাশে সুটকেস ভিতর থেকে অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

সকাল সাড়ে ১০ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে এই তরুনীর মৃতদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার এস আই অহিদ মিয়া জানান, মহাসড়কের পাশে সুটকেস দেখে পথচারীরা পুলিশকে অবহিত করে।

পরে ঘটনাস্থল থেকে সুটকেস খুলে অজ্ঞাত তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। সুরাতালে প্রাথমিকভাবে  ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এই তরুণীকে।পরে লাশ গুম করার উদ্দেশ্যে অন্য কোথাও হত্যা করে সুটকেসে ভরে এখানে ফেলে গেছে হত্যাকারীরা।এবিষয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.