আশুলিয়ায় ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার, ৫টি অটোরিকশা উদ্ধার

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা ৫টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২৮ এপ্রিল) র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানার কুন্ডলবাগ এলাকা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন বাগবাড়ী মিছারবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত কাঠের লাঠি, পাটের দড়ি, প্লাস, হেক্সো ব্লেড, স্টিলের টিপ চাকু, ৫টি অটোরিকশা, আটটি মোবাইল এবং নগদ ৯ হাজার ৭২ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো. নান্নু সরদার (৪৩), মো. বাবু আকন্দ (৩০), মো. রফিক (৩৪), মো. আলম (৩০), মো. শাহবুল শিকদার (৪৫), মো. সুমন (২৮), মো. আজাদ (৩৭)।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন স্থানে গিয়ে ছিনতাই ও ডাকাতির কাজ করে আসছিলো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাভার প্রতিনিধি মো. শামিম আহম্মেদ (শামিম) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.