আশুলিয়ার জামগড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি: ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
সেনা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেনের নেতৃত্বে এই কিশোর গ্যাং এবং কিছু মাদক ব্যবসায়ী জামগড়া, ভাদাইল ও রূপায়ন এলাকায় সন্ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিল। একাধিকবার সাধারণ মানুষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও তারা ধরাছোঁয়ার বাইরে ছিল।
সাম্প্রতিক সময়ে একাধিক মারধর, প্রাণনাশের হুমকি এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্প বিষয়টি নজরে আনে।
জানা যায়, সোমবার রাতভর জামগড়া প্রাইমারী স্কুল, বটতলা রূপায়ন এবং জামগড়া এলাকায় পাঁচটি পৃথক অভিযান পরিচালনা করে জামগড়া আর্মি ক্যাম্প। অভিযানে কিশোর গ্যাং লিডার ইয়ার হোসেন, মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতিকারী সোনা মিয়া এবং আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইয়ার হোসেন (২০), সোনা মিয়া (৪৫), আশরাফুল (৩৫), বড় বাবু (১৯), ছোট বাবু (১৭), আকাশ (১৮)
গ্রেপ্তারকৃতদের জবানবন্দি থেকে জানা যায়, তারা অবৈধ অস্ত্র ব্যবহার, চাঁদাবাজি, অনলাইন বেটিং, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত। ইয়ার হোসেন এবং সোনা মিয়ার নামে আগেও একাধিক অস্ত্র মামলা রয়েছে।
অভিযানে আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ১৬টি, কাঁচি ও ধারালো অস্ত্র ৫টি, গাজা ৫ পট, অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল ফোন ৮টি, মোবাইল সিম ৪৮টি।
আটককৃতদেরসহ এসব সামগ্রী পরে আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এই অভিযান এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার বোধ জাগিয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.